Home নাটোর সদর অনড় দুই দল: বিএনপি অফিসের সামনে থেকে ইট সরিয়েছে পুলিশ

অনড় দুই দল: বিএনপি অফিসের সামনে থেকে ইট সরিয়েছে পুলিশ

66
0
ইট সরিয়ে

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আগামীকাল বিএনপি ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। যে কোন মূল্যে বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ করার বিষয়ে বেশ অনড় রয়েছে।

শনিবার শহরের আলাইপুরে বিএনপি কার্যালয়ের সামনের এ কর্মসূচিকে ঘিরে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। কর্মসূচি পালনে দুই দলই অনড় অবস্থান নেওয়ায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, সংঘাতের আশঙ্কায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে পৌরসভার সহযোগিতায় ইট পাটকেল সরিয়ে দিয়েছে পুলিশ। রাতে সদর থানার ওসি, নাটোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর সহ অন্যাণ্যেরা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ইট-পাটকেল সরিয়ে দেয়। এছাড়া আতঙ্কে বিএনপি কার্যালয় এলাকায় আগামীকাল বন্ধ থাকবে বেশির ভাগ দোকানপাট।

এর আগে গত ১ এপ্রিল একই এলাকায় একই দিনে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করেছিল। সেদিনের কর্মসূচি ঘিরে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে মাঠে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে বিএনপির কর্মসূচীকে প্রতিহত করতে মাঠে থাবনে নেতা কর্মীরা। আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন।

এছাড়া বিএনপির কর্মসূচী প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কর্মীরা সমর্থকরা।

উভয় দলের কর্মসূচিকে ঘিরে আতঙ্ক বিরাজ করছে শহরবাসীদের মধ্যে। তবে সংঘাত এড়াতে ব্যাপক পুলিশ মোতায়ন থাকবে বলে জানিয়েছেন পুলিশের একটি সূত্র।

Previous articleস্কুলে মদ্যপানের অভিযোগে ৬ শিক্ষার্থী বহিস্কার
Next articleনাটোরে বিএনপি নেতা হত্যা মামলার আসামীকে জেল হাজতে প্রেরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here