Home ভিডিও সংবাদ অবশেষে খোলা হলো প্রতিবন্ধী বিদ্যালয়ের তালা

অবশেষে খোলা হলো প্রতিবন্ধী বিদ্যালয়ের তালা

488
0

নিজস্ব প্রতিবেদক,
অবশেষে খোলা হয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলার শহীদ সাত্তার রেকায়েত প্রতিবন্ধী একীভূত বিদ্যালয়েল তালা। বৃহস্পতিবার দেশের বিভিন্ন জাতীয়,স্থানীয় ও অনলাইন পত্রিকায় “গুরুদাসপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ে তালা” এই শিরোনামে নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পরপরই গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খান সরেজমীন করে বিদ্যালয়ের ভেতর-বাহিলে লাগানো সব গুলো তালা খুলে দেন।

উল্লেখ্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম উভয়ের মধ্যে অভ্যন্তরিন কোন্দল থাকার কারনে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করেন। সর্বশেষ বুধবার সকাল ১০টায় সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম মানববন্ধন শেষে বিদ্যালয়টিতে তালা দিয়ে যায় । তালা দেওয়ার অভিযোগে গুরুদাসপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের তালা গুলো খুলে দেওয়া হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়ে তালা দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous articleইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী
Next articleলালপুরে ডাকাতির নাটক, বিকাশ কর্মি সহ ২ জন আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here