Home শিরোনাম অবশেষে নাটোর সওজের সেই প্রকৌশলী বদলি!

অবশেষে নাটোর সওজের সেই প্রকৌশলী বদলি!

268
0
সেই প্রকৌশলী বদলি

নিজস্ব প্রতিবেদক:
শুধুমাত্র কাগজ-কলমে শ্রমিক-কর্মচারিদের কোয়ার্টার সংস্কার দেখিয়ে ঠিকাদারের মাধ্যমে দুটি প্রকল্পের ৩৪লাখ টাকা আত্মসাতের ঘটনায় নাটোর সড়ক ও জনপথ বিভাগের সেই উপ-বিভাগী প্রকৌশলী ইউনুস আলীকে অবশেষে বদলি করা হয়েছে।

গত ১ মার্চ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবদুস সবুর স্বাক্ষরিত এক আদেশে তাকে চুয়াডাঙ্গা জেলার সড়ক ও জনপথ বিভাগে বদলি করা হয়।

আদেশে আগামী ৯মার্চের মধ্যে তাকে স্থানীয় ভাবে দায়িত্ব হস্তান্তর করার কথা বলা হয়েছে।

এদিকে, উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলীর বদলির খবরে স্বস্তি ফিরেছে নাটোর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। অনেকে এই প্রতিবেদকের কাছে স্বস্তির কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ঠিকাদারের সহযোগিতায় নাটোর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী ২০১৯-২০ অর্থবছরের ১৯লাখ টাকার শ্রমিকদের কোয়াটার সংস্কারের টাকা পুরোটাই আত্মসাৎ করে। এছাড়া সওজের অফিস চত্বরে ২০১৯-২০ অর্থ বছরে ল্যাব ও মেকিনিক্যাল সেড সংস্কারের জন্য ১৫লাখ ৬২হাজার টাকার কাজেও অনিয়মের মাধ্যমে তিনি টাকা উত্তোলন করে আত্মসাঃ করেন।

এছাড়া প্রকৌশলী ইউনুস আলীর বিরুদ্ধে সরকারী গাছ কর্তন, সরকারী গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার এবং শ্রমিক কর্মচারীদের সাথে অশোভন আচরন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব নিয়ে গত বছরের অক্টোবর মাসে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে সজাগ নিউজ।

এছাড়া সংবাদ প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন এটা নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ার কারনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি মামলার সুপারিশ করা হয়েছে।

Previous articleলালপুরে মিলের রাস্তা ধুলোয় ধূসর
Next articleচান্দাই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান ফরিদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here