
জাহিদ হাসান, বড়াইগ্রাম:
আগামী ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নির্বাচন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। এই পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মাজেদুল বারী নয়ন এবং বিএনপি মনোনিত ইসাহাক আলী প্রতি দ্বন্দ্বিতা করছেন।
তবে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী মাজেদুল বাড়ী নয়ন অবিরাম ভাবে গণসংযোগ করে যাচ্ছেন। প্রতিনিয়ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটরদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অবিরামভাবে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন তিনি।পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা।
মাজেদুল বাড়ী নয়ন কে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে কাছে পেয়ে অনেক উচ্ছ্বসিত পৌরসভার ভোটার সহ সকল প্রকার জনসাধারণ। আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপর তৈরি করা গান বাজিয়ে মাইকে চলছে প্রচারণা, আর নৌকা প্রতীক হাতে নিয়ে পায়ে হেঁটে হাটে ঘাটে মাঠে বাজারে গিয়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।
প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই নৌকা প্রতীক নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা স্বত:স্ফুর্ত ভাবে অংশ নিচ্ছে স্থানীয় ভোটাররা। বিশেষ করে তরুণদের অংশগ্রহণের চোখে পড়ার মতো। সেই সাথে পৌরসভার সকল প্রবীণ নবীন আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ,পায়ে পা মিলিয়ে মাজেদুল বাড়ী নয়নের ভোট যুদ্ধে নেমেছে।
সাধারণ ভোটাররা বলেন, ভোটে জয়ী হয়ে নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা বললেও ভোটের পর তা আর হয়না, তবে এবার পৌরসভার নির্বাচনে নৌকার নেতৃত্ব দিচ্ছেন সমাজসেবক মাজেদুল বাড়ী নয়ন ,তার সব ধরনের যোগ্যতা আছে সে বিগত দিনে গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন পৌর এলাকার মানুষদের একটা কথা দিয়ে পূরণ করতে পারবে তাই তাকেই ভালোবাসা দিবসে ভালোবেসে নৌকায় ভোট দিয়ে তার মুখে জয়ের হাসি ফোটাত চাই,
মেয়র প্রার্থী মাজেদুল বাড়ী নয়ন বলেন, সবসময় জনগণকেই ভালোবেসে এসেছি তাদের সবকিছুতেই নিজেকে উৎসর্গ করেছিলাম তার প্রতিদান জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমার দায়িত্বটা অনেক বাড়িয়ে দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব ততদিন অসহায় মানুষের সেবা করে যেতে চাই
তিনি সজাগ নিউজ কে আরো বলেন, ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নৌকা প্রতীক কে ভালোবাসে বড়াইগ্রাম পৌরবাসী বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
