Home জেলা সংবাদ অমানবিক: গাভীকে বিষ খাইয়ে হত্যা

অমানবিক: গাভীকে বিষ খাইয়ে হত্যা

458
0

নিজস্ব প্রতিবেদক:
ছিল পূর্ব শত্রুতা, তাই বলে দুধেল গাভীকে বিষ খাইয়ে হত্যা করতে হবে! এমন অমানবিক ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা গ্রামে। রুস্তম আলী নামে এক খামারীর বিদেশী জাতের দুধেল গাভীকে দানাদার বিষ মেশানো খড় ও ঘাস খাইয়ে হত্যার অভিযোগ করেছেন। এ ঘটনায় রুস্তম আলী শুক্রবার বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্থ রুস্তম আলী ও তার প্রতিবেশীরা জানান, শুক্রবার ভোর চারটার দিকে সেহেরী খাওয়ার পর প্রতিদিনের ন্যায় গাভীটিকে গোয়াল ঘর থেকে বের করে বাড়ির আঙ্গিনায় বেঁধে খড় ও ঘাস খেতে দেয় রুস্তম আলী। প্রায় ঘন্টা দুয়েক পর গাভীটি বিষক্রিয়ায় মাটিতে গড়াগড়ি ও ছটপট করতে থাকে। কিছু সময়ের পরই দুধেল গাভী মারা যায়।
রুস্তম আলী বলেন, গরু মারা যাওয়ার কারন অনুসন্ধান করতে গিয়ে গরুকে খেতে দেয়া খড় ও ঘাসের মধ্যে দানাদার বিষ পাওয়া যায়। বাড়ির সবাই ঘুমিয়ে থাকার সুযোগে শত্রুতাবশত কেউ খড়ের মধ্যে দানাদার বিষ মিশিয়ে রেখেছিল। গাভীটির আনুমানিক বাজার মূল্য ছিল দেড় লাখ টাকা।
এবিষয়ে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ রুস্তম আলী লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous articleরাজশাহীতে বজ্রপাতে চার জনের মৃত্যু
Next article`কোথা থেকে বিলাস আসে? বুলবুল আহমেদ’র কবিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here