
এক অসাধ্যকে জয় করেছেন আমাদের মৌমিতা। আমরা কখনো কল্পনাও করিনি যারা কথা বলতে পারেনা? কানে শুনতে পারেনা? শারিরিকভাবে চলাফেরা করতে অক্ষম কিন্তু তারাও কম্পিউটার শিখে ডাটাএন্ট্রি করবে, প্রোগ্রামিং শিখে গেইম তৈরি করবে, গ্রাফিক্স শিখে ভবিষ্যতে স্বাবলম্বী ও ফিলান্সার হওয়ার স্বপ্ন দেখবে। কিন্তু সকল জল্পনা-কল্পনাকে বাস্তবে প্রতিফলন ঘটালেন নাটোরের মৌমিতা ঘোষ।
একটি আইটি কোম্পানিতে কাজ করার পাশাপাশি সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত করতে নিজ উদ্যোগে “উই এ্যাবল” প্রজেক্টের মাধ্যমে আদিবাসী ও সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-তরুণ-তরুণীদের কম্পিউটার ও আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। তাঁর এই মহৎ উদ্যোগের অংশীদার হিসেবে নাটোর আইটি ইন্সটিটিউট পাশে দাঁড়ায়।
এই বিশেষ উদ্যোগের কথা জানার পরে পাশে দাঁড়ান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাই, নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ অনেকে।
আজ তার উদ্যেগের পাশে দাঁড়ালো সাংবাদিক মাহবুব ভাই ও তার মাছরাঙ্গা টেলিভিশন। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ, তৈরি হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা।
লেখক: জুয়েল রানা, পরিচালক, নাটোর আইটি ইন্সটিটিউট
