নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় অজানা রোগে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সংবাদটি সোস্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নজরে পড়ে। তিনি সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার বিকেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় তাঁর পক্ষ থেকে সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রাজু আহমেদ সামাউনের নিজ বাড়িতে গিয়ে তাঁর বাবার হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি খলিল মাহমুদ, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি জুলহাস কায়েম, সংবাদ প্রতিনিধি রবিন খান, বঙ্গ টিভির সাংবাদিক ফজলে রাব্বি ও প্রভাতি খবর প্রতিনিধি লিটন আলী।

উল্লেখ্য, দীর্ঘ ৪ মাস ধরে অসুস্থ হয়ে পড়ে সামাউন আলী। সে স্বাভাবিক চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেছে। রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য দুবার পরীক্ষা নিরীক্ষার পরেও রোগ ধরা পড়েনি। অপরদিকে করোনা আর লকডাউনে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী।

সহায়তা পেয়ে সামাউনের বাবা প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছেলের সুস্থতায় সবার কাছে দোয়া কামনা করেন।

Previous articleসিংড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার
Next articleনাটোরে করোনায় আরও ৮জনের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here