Home সজাগ অনুসন্ধান অ্যাম্বুলেন্স চালকের গাঁজা সেবন!

অ্যাম্বুলেন্স চালকের গাঁজা সেবন!

308
0
অ্যাম্বুলেন্স চালক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের একমাত্র চালক মাসুদের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। তিনি গাঁজা সেবন করে গাড়ি চালান বলেও অভিযোগ পাওয়া গেছে। গাঁজা সেবনের জন্য কলিকা তৈরী করা সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের একমাত্র চালক মাসুদ বিএডিসি অফিসের সামনে পাম্প হাউজের ভিতর বসবাস করেন। সেখানেই তিনি নিয়মিত গাঁজা সেবন করেন। বিষয়টি কর্তৃপক্ষ জানলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার স্থানীয় এক গণমাধ্যম কর্মীর কাছে চালক মাসুদের গাঁজা তৈরির একটি ছবি আসে। এসময় তিনি লিখেন এমন ড্রাইভার কে অপসারণের কোন প্রদক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের।

তবে অ্যাম্বুলেন্স চালক মাসুদ বলেন, এইগুলো গাঁজা না, সে আলাপাতা সেবন করছিল।

বাগাতিপাড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি স্বীকার করে বলেন, আমি তার বিষয়ে জানি। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।

Previous articleবিএনপি আমলে কৃষককে চাঁদা দিতে হয়েছে- প্রতিমন্ত্রী পলক
Next articleলালপুরে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্ণীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here