Home নাটোর সদর আইন পেশায় ৫০ বছর পুর্তিতে দু’ আইনজীবীকে সম্মাননা

আইন পেশায় ৫০ বছর পুর্তিতে দু’ আইনজীবীকে সম্মাননা

51
0
আইনজীবীকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:

আইন পেশায় ৫০ বছর অতিবাহিত করায় নাটোর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান (৮৬) ও আব্দুল গফুর মিয়াকে (৮৪) সম্মাননা জানানো হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে সম্মানিত করা হয়।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়,সমিতির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান ও আব্দুল গফুর মিয়া আইন পেশায় ৫০ বছর পূর্ণ করায় তাঁদেরকে ক্রেস্ট,টুপি,জায়নামাজ ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। বৃহষ্পতিবার দুপুরে সমিতির নতুন ভবনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই সম্মাননা জানানো হয়।

জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে দুই জ্যেষ্ঠ আইনজীবী আবেগআপ্লুত হয়ে পড়েন। তাঁদের চোখ ভেসে আসে আনন্দ অশ্রু। এ সময় সমিতির তিন শতাধিক আইনজীবী করতালি দিয়ে তাঁদেরকে অভিনন্দন জানান।

সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মালেক শেখ বলেন, প্রবীণ এই আইনজীবীদেরকে সম্মানিত করতে পেরে নাটোর আইনজীবী সমিতি গর্ববোধ করছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁদের অবদান ভুলবার নয়।

Previous articleছাত্রীদের তাড়া খেয়ে পালাল পিয়ন
Next articleনাটোরে আ’লীগের দখলে বিএনপি’র পদযাত্রা মঞ্চ, বিভিন্ন স্থানে হামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here