
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
হটাৎ করে কারো চোখ এ পড়লে মনে হবে, পানির নৌকা আকাশে উড়ছে, অবাক না হয়ে উপায় নেই।। হ্যা এমন ঘটনায় ঘটছে নাটোরের গুরুদাসপুরে। নৌকার মত এই ঘুড়ি আকাশে উড়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা।
লক ডাউন এর অবসর সময়ে মানুষের হাতে থাকা অফুরন্ত সময়, এই সময়কে কাজে লাগিয়ে মানুষ তৈরি করছে নানান ধরনের ঘুড়ি।। ঘুড়ির মধ্য প্রচলিত পতিঙ্গা, কোওড়া, চিল, ঢোল, ফুল, পেঁচার, সাপা ঘুড়ির পাশাপাশি এবার মানুষ, মাছ, উড়জাহাজ ঘুড়ি আকাশে দেখা যায়।
সব ঘুড়ির মাঝে আলাদা করে সবার দৃষ্টি আকর্ষণ করে, সরকার দলীয় প্রতীক, ও নদীমাতৃক বাংলাদেশের অন্যতম বাহন নৌকার আবরণে তৈরি ঘুড়ি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা বলেন, লকডাউনের থেমে যাওয়া জীবনে ঘুড়ি যেন একটু প্রশান্তির ছায়া নিয়ে এসেছে, গ্রাম বাংলার এ প্রজন্ম দেখতে পাচ্ছে আমাদের লোকজ সংস্কৃতির অবসরের আনন্দ এর অন্যতম মাধ্যম ঘুড়ি। আমার এলাকার প্রিয় ছোট ভাই আসিক বিল্লাহ আমাকে নৌকার আবরণে তৈরি ঘুড়িটি উপহার দিয়েছে। অবসর সময়ে বাড়িতে থেকে
ভালবাসার প্রতিক নৌকা ঘুড়ি আকাশে উড়াতে পেরে অনেক ভাল লাগছে।
