
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শনিবার নাটোরে অনুষ্ঠিত হবে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা। ১৯ (অক্টোবর) শনিবার সকাল ১০টায় এনএস কলেজ অডিটোরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, বর্ধিত সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা আওয়ামীলীগ। সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস জানান, বর্ধিত সভাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই বর্ধিত সভায় দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ অন্যান্যেরা উপস্থিত থাকবেন।
