Home বড়াইগ্রাম আগুনে পুড়ে ছাই কৃষকের শেষ সম্বল ঘরটি

আগুনে পুড়ে ছাই কৃষকের শেষ সম্বল ঘরটি

308
0
আগুনে পুড়ে ছাই কৃষকের শেষ সম্বল ঘরটি
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে আগুনে রসুন, গম, চাল, নগদ টাকাসহ বসত ঘর পুড়ে নিস্ব হয়েছে একটি কৃষক  পরিবার। গত শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিঃস্ব কৃষক দিঘলকান্দি মধ্যেপাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে হাবিবুর রহমান।
হাবিবুর রহমান জানান, রাত ৯ টার দিকে আমি স্ত্রীসহ আমার টিনশেট ঘড়ে ঘুমিয়ে যাই। হঠাৎ রাত সারে ১১টার দিকে ঘরের পশ্চিম পার্শের বেড়াতে কারেন্টের তারে আগুন দেখতে পাই। আমি চিৎকার করলে এলাকাবাসীর এসে আগুন নিভাতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আগুনে  পুড়ে তার ৫০মন রসুন, ১২মন গম, ৩মন মসুর, ২ ও গুরু ক্রয় করার ৪০ হাজার টাকা, টিনশেট ঘর, আসবাব পত্রসহ ৫ লক্ষ  টাকার ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান মমিন আলী ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ইউপি থেকে ত্রানে ব্যবস্থা  করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিঃস্ব পরিবার সাহায্যর চেষ্টা চলছে।
Previous articleলালপুরে মাস্ক না পড়ায় ৮জনের জরিমানা
Next articleনাটোরে করোনা যুদ্ধে জয়ী ২৩ পুলিশ সদস্য: সংবর্ধনা কাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here