Home কৃষি আগুনে পুড়লো কৃষকের আখ ক্ষেত

আগুনে পুড়লো কৃষকের আখ ক্ষেত

340
0

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে গেলো সাদেক আলী নামের কৃষকের তিন বিঘা জমির আখ ক্ষেত।

রোববার বিকালে উপজেলার স্বরূপপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাদেক আলী ওই গ্রামের মৃত আঃ গণি মন্ডলের ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক সাদেক আলী জানান, তিনি স্বরূপপুর গ্রামের মাঠে আব্দুল ওয়াহাবের জমি বর্গা নিয়ে কয়েক বছর থেকে চাষাবাদ করেন। এবার ওই জমিতে তিনি আখ রোপন করেন। ঘটনার দিন স্থানীয়রা তার জমিতে আগুন দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে তিনি ছুটে গিয়ে তার জমিতে আগুন জ্বলতে দেখেন।

পরে স্থানীয়রা ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি ধারনা করেন, পথচারীদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটতে পারে। এতে তার তিন বিঘা জমির আখ পুড়ে গেছে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত ফিরোজ আহম্মেদ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।

Previous articleসিংড়ায় ছাত্রদল নেতা গ্রেফতার
Next articleবড়াইগ্রামে ১০লাখ টাকা মূল্যের হেরোইন সহ আটক ১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here