Home জেলা সংবাদ আগুনে সব গেল শিক্ষার্থী শাকিলের!

আগুনে সব গেল শিক্ষার্থী শাকিলের!

167
0
আগুনে সব পুড়লো

নিজস্ব প্রতিবেদক:
শাকিল হোসেন। পড়াশুনা করেন দ্বাদশ শ্রেণীতে। পারিবারিক অভাবের কারনে মুদিখানার দোকানের পাশাপাশি পড়াশুনা করেন শাকিল। এই ব্যবসার টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি নিজের এবং বোনের পড়াশুনার খরচ জোগাড় করতো সে।

কিন্তু রাতে আগুন লেগে তার দোকানের সবকিছু পুড়ে শেষ হয়েছে। নি:স্ব শাকিলের চোখে মুখে এখন হতাশার ছাপ।

শাকিল হোসেন, গুরুদাসপুর উপজেলার ৬নং চাপিলা ইউনিয়নের খিদিরগড়িলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে।

শাকিল হোসেন জানান, অভাবের সংসারে তার এই দোকানটাই ছিল একমাত্র সম্বল। কিন্তু গত রাতে তাও শেষ হেয়ে গেছে। একটি ফ্রিজ ও একটা টিভি ছিল, যা কিস্তিতে ক্রয় করা। কিন্তু আগুনে দোকানের মালপত্রের পাশাপাশি ফ্রিজ আর টিভিও পুড়ে গেছে।

আশিকল আরো জানায়, প্রায় দুই বছর আগে তাদের বাড়িতে আগুন লেগে বাড়িঘর, আসবাবপত্র, টাকা পয়সা,গরু সহ সব পুরে ছাড়খাড় হয়ে গিয়েছিল। এই করোনা মহামারী তে অনেক কষ্টের মাঝে কোন রকম ভাবে এই দোকান টা করে সংসার ও তাদের দুই ভাই বোনের পড়াশোনার খরচ চালিয়ে আসছিল। কিন্তু আগুনে তা সব শেষ করে দিল।

শাকিলের চোখে এখন ঘোর অন্ধকার, সে কি করবে এখন। স্থানীয় উপজেলা প্রশাসন সহ যেন সবাই তার পাশে সাহায্যের হাত বাড়ায় এটাই তার আশা।

 

 

Previous articleচলনবিলে খাল খনন ও এলএলপি সেচ পাম্প ব্যবহারে সুফল পাচ্ছে কৃষক
Next articleলালপুরে নৃশংস ভাবে যুবককে হত্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here