
নাটোর জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারী বিশ্ববিদ্যালয় শাখার চিঠির পর নাটোরে পলক-শিমুলের পাল্টাপাল্টি বক্তব্য দেখলাম।
স্ব স্ব অবস্থান থেকে তারা ভিন্ন বক্তব্য রাখতেই পারেন। তবে এই জেলায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত সরকারের পুরনো প্রতিশ্রুতি। এতোদিনেও এই শিক্ষা প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম শুরু না হওয়ায় নাটোরবাসী প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক জেলায় ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন যদি স্থান নিয়ে বিতর্ক শুরু হয় তো আরও পিছিয়ে যাবে বলে আশঙ্কা করছি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের নিকট শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা গত ২৫ জুন একটি পত্র প্রেরণ করে। পত্রে নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, নাটোর সদরে ডক্টর ওয়াজেদ আলী কৃষি বিশ্বকিদ্যালয়, সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরে দুইটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, নাটোর সদর ও সিংড়ায় কি দুইটি পৃথক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে? কে দিতে পারবেন এর ঠিক উত্তর?
উল্লেখ্য, বিষয়টি এখনও মতামত পাঠানোর পর্যায়ে রয়েছে। স্থান নির্বাচন পরে হবে।
লেখক: রেজাউল করিম খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট
