
নিজস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যায় নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হবে কালী পূজা। বিভিন্ন পূজা অর্চনা, প্রসাদ বিতরণ এবং স্বগীয় আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে সকাল দশটায় স্থানীয় লালবাজার জয়কালীমাতার মন্দির হতে মাতৃবিগ্রহ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মহাশ্মশানে গিয়ে শেষ হয়।
এছাড়া মহাশ্মশানে গীতা পাঠ, সকল সমাধি, দাহস্থলে পুষ্প অর্পন, প্রার্থনা এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। রাত ৮টায় মহাশ্মশানে কালীমাতার পূজা থেকে বিসর্জন ও প্রসাদ বিতরণ করা হবে।
