Home জেলা সংবাদ আজ নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হবে কালী পূজা

আজ নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হবে কালী পূজা

117
0
নাটোর মানচিত্র

নিজস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যায় নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হবে কালী পূজা। বিভিন্ন পূজা অর্চনা, প্রসাদ বিতরণ এবং স্বগীয় আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে সকাল দশটায় স্থানীয় লালবাজার জয়কালীমাতার মন্দির হতে মাতৃবিগ্রহ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মহাশ্মশানে গিয়ে শেষ হয়।

এছাড়া মহাশ্মশানে গীতা পাঠ, সকল সমাধি, দাহস্থলে পুষ্প অর্পন, প্রার্থনা এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। রাত ৮টায় মহাশ্মশানে কালীমাতার পূজা থেকে বিসর্জন ও প্রসাদ বিতরণ করা হবে।

Previous articleগুরুদাসপুরে পাচারের সময় ৬০বস্তা সার জব্দ: ব্যবসায়ীর জরিমানা
Next articleবড়াইগ্রামে অবৈধ অস্ত্র মামলায় দশ বছরের কারাদন্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here