Home শিরোনাম আট বছরের শিশু করোনায় আক্রান্ত

আট বছরের শিশু করোনায় আক্রান্ত

288
0
লালপুর হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলায় এবার আট বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় একজন শিশু, দুইজন স্বাস্থ্য কর্মকর্তা ও একজন পুলিশ সদস্য সহ মোট ৭জন করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘ইমেল বার্তায় তাকে নতুন করে একজন শিশুর শরীরে করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। কোন উপসর্গ নেই শিশুটির।

তবে তারা ঈদের আগে ঢাকা থেকে এলাকায় আসে এবং গত ২৯ মে তার পরিবারের বাবা-মাসহ ৪জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে তার পজেটিভ এসেছে। বাঁকিদের রিপোর্ট এখনো আসেনি। আক্রান্ত শিশুকে কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে যারা ছিল, আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleকরোনাকে জয় করল ৮৪ বছর বয়সের বৃদ্ধ
Next articleজলাবদ্ধতা নিরসন করল ইউএনও: ফসল পেল ৫বিলের কৃষকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here