Home শিরোনাম আত্রাই নদীতে বিপদসীমা অতিক্রম: বন্যার শঙ্কা সিংড়া ও গুরুদাসপুরে

আত্রাই নদীতে বিপদসীমা অতিক্রম: বন্যার শঙ্কা সিংড়া ও গুরুদাসপুরে

909
0

নিজস্ব প্রতিবেদক:
অতি বৃষ্টিপাতের কারনে নাটোরে বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি। এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে আত্রাই নদীর পানি। বর্তমানে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে জেলার সিংড়া ও গুরুদাসপুর উপজেলা।

গত কয়েক দিন ধরেই অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাতের কারনে বেড়েই চলছে চলনবিলের বিভিন্ন নদ-নদীর পানি। এরই মধ্যে নদীর তীরবর্তী সিংড়া পৌরসভা এবং উপজেলার চামারী ইউনিয়নের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু মানুষকে। তবে বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ বলেন, অতি বৃষ্টির কারনে নাটোরের আত্রাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিংড়ার আত্রাই নদীতে বিপদসীমা ১২দশমকি ৬৫সেন্টি মিটার হলেও শনিবার সকালে এটি অতিক্রম করেছে। বর্তমানে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যার আশঙ্কা রয়েছে সিংড়া এবং গুরুদাসপুর উপজেলা।

জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, বণ্যা মোকাবেলায় জরুরী ভাবে প্রস্তুতি সভা করা হয়েছে। বন্যায় দূর্ভোগে পড়া সাধারণ মানুষদের জন্য ১৫০ মেট্রিক টন চাল এবং আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

Previous articleপ্রনোদনার দাবীতে লালপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মানববন্ধন
Next articleকঠোর ভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিসংখ্যান সচিবের নির্দেশনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here