
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী পদ্মা এক্সেপ্রেস ট্রেনটি লাইনচুত্য হয়েছে। আজ বিকেল ৫টার দিকে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনটি লাইনচুত্য হয়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সেপ্রেস ট্রেনটি ব্রেক ফেল করে স্টেশনে না থামিয়ে চলে যায়। এতে করে জংশনের কিছু দুরে গিয়ে ট্রেনটির দুটি বগি ইঞ্জিন এবং পাওয়ার কার লাইন থেকে সরে যায়। এতে চালক ট্রেনটি থামাতে সক্ষম হয়।
এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কি কারনে ট্রেনটি লাইনচুত্য হয়েছে সে বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বিকল্প ইঞ্জিনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছালে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কার্যক্রম চালাবে
