Home জেলা সংবাদ আব্দুল হাকিমের বেড়ানোর ইচ্ছে পুরণ হল না

আব্দুল হাকিমের বেড়ানোর ইচ্ছে পুরণ হল না

304
0

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়ার ভ্যান চালক আব্দুল হাকিমের বড় ভাইয়ের বাড়িতে বেড়ানোর ইচ্ছে পুরণ হল না। তার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শত টুকরো হল তার মৃতদেহ। বৃহস্পতিবার দুপুর ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের ছোট হিয়াতপুর গ্রামের মৃত হযরত আলী ফকিরের ছেলে।

তাজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সদস্য জাকারিয়া হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নিহত আব্দুল হাকিম ও তার স্ত্রী রহিমা বেগম ফোনে আপন বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে বেড়াতে যাওয়ার ইচ্ছে পোষণ করেন। পরে একটি অটো ভ্যান ভাড়া করে স্বামী-স্ত্রী তাদের একমাত্র নাতীকে নিয়ে সিংড়া থেকে জামতলী তেরোবাড়িয়া গ্রামে (বড় ভাই আমাজাদ হোসেনের বাড়িতে) বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় একটি দ্রুতগামী ট্রাক আব্দুল হাকিমের দেহকে শত টুকরো করে পালিয়ে যায়।

এসময় গুরুতর আহত হয় সাথে থাকা নাতী আলিফ হোসেন (৭)। পরে স্থানীয়রা আহত আলিফ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সিংড়া থানার ডিউটি অফিসার এএসআই মোছা. শ্যামা খাতুন বলেন, লাশের টুকরোগুলো হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। মৃতদেহটি শত টুকরো হওয়ায় ময়না তদন্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Previous articleলালপুরে জেঁকে বসেছে শীত
Next articleনাটোরে আইনজীবীকে মারপিট করলেন আ’লীগ নেতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here