
নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমানের হাত ধরে নারীরা রাজনীতিতে প্রবেশ করেছে আর বেগম খালেদা জিয়ার সময় তা প্রস্ফুটিত হয়েছে। তাই দেশ রক্ষায় নারীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমরা অনেক বছর ভোট দেইনা,দেশে গণতন্ত্র নেই।গণতন্ত্র,ভোটের অধিকার,ভাতের অধিকার ও সীমানার জন্য লড়াই করছি।এ লাড়াইতে জিততে হবে।
আফরোজা আব্বাস দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাটোর জেলা মহিলা দলের সাবেক সভাপতি সুফিয়া হকের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,সহ সভাপতি বেগম জাহান পান্না,সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি সহ নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
