Home কৃষি আম নিয়ে চাঁদাবাজি করলে একচুলও ছাড় নয়-পুলিশ সুপার লিটন

আম নিয়ে চাঁদাবাজি করলে একচুলও ছাড় নয়-পুলিশ সুপার লিটন

604
0
পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি ফল আম নিয়ে কেউ চাঁদাবাজি করলে, তাদেরকে একচুলও ছাড় না দেওয়ার হুশিয়ারী দিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

রবিবার দুপুরে আমের নিরাপদ উৎপাদন, আহরণ এবং সুষ্ঠু বাজারজাতকরণ নিয়ে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে স্থানীয় আহম্মদপুর বাজারে এক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই হুশিয়ারী দেন।

এসময় আম চাষী, ব্যবসায়ী এবং আড়তদারদের সমস্যার কথা শুনে তা সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেস্টা চালিয়ে যাওয়ার কথ বলেন পুলিশ সুপার।

মতবিনিময় সভায় চাষীরা অভিযোগ করেন, আম ভর্তি ভ্যান নিয়ে যখন আড়তে আসে তখন হাইওয়ে পুলিশ হয়রানী করে। এছাড়া প্রাণ কোম্পানী চাষীদের বেশি পরিমানে আম উৎপাদনের কথা বলে এখন আম ক্রয় বন্ধ করে দিয়েছে। তাছাড়া আমের দাম কমে যাওয়ার কারনেও তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এই অবস্থায় পুলিশ সুপার আম চাষী, ব্যবসায়ীদের কথা শুনে তার বক্তৃতায় প্রাণ কোম্পানীর কর্মকর্তাদের অফিসে ডেকে উপযুক্ত ব্যাখা চাওয়া হবে বলে আশ্বাস্ত করেন।

এসময় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, আহম্মদপুর বাজার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান রউফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে আম সুষ্টু ভাবে বাজারজাত করনের জন্য একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করে পুলিশ সুপার।

নাটোর জেলায় এবার ৫ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর আম উৎপাদন হবে ৭৭ হাজার ৩০৫ মেট্রিক টন।

Previous articleলালপুরে সিএনজির ধাক্কায় সাইকেল চালক নিহত
Next articleমাস্ক না পড়ায় নাটোরে আরও ২৩জনকে জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here