
নিজস্ব প্রতিবেদক:
অপরিপক্ক আম ও লিচু বাজারজাতকরণ ঠেকাতে আগামি ১০মে থেকে নাটোরে আনুষ্ঠানিক ভাবে গাছ থেকে গুটি আম ও মোজাফ্ফর জাতের লিচু সংগ্রহের তারিখ জানিয়েছে নাটোর জেলা প্রশাসন।
দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম ও লিচু সংগ্রহ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম সহ বাগান মালিক ও আড়তদাররা।
তবে সময় নির্ধারনের আগেই মঙ্গলবার থেকেই আম সংগ্রহ শুরু করেছে বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিভিন্ন কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান মোকাম থেকে কিনতে শুরু করেছে আম। এছাড়া বাজারে চলে এসেছে স্থানীয় জাতের লিচুও।
সভায় কৃষি বিভাগ জানায়, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর জমিতে ৭৯ হাজার ৬৭১ মেট্রিক টন আম ও ৯৮৩ হেক্টর জমিতে ৮ হাজার ৮১৫ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে।
