
সরকার পতন আন্দোলনে একের পর এক যখন কর্মসূচি দিচ্ছে বিএনপি, তখন আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনায় এসেছেন বিএনপি’র শীর্ষ পর্যায়ের দুই নেতা সহ অন্তত ৮ জন বিএনপিপন্থি আইনজীবী।
এমন এক ঘটনা ঘটেছে নাটোরের সিংড়ায়।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচনের ইশতেহার কি হবে সে বিষয়ে ধারাবাহিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিংড়া উপজেলার আইন পেশায় নিয়োজিত ব্যক্তিদের নিয়ে প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সেই সভায় যোগদেন সিংড়া উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু, সিংড়া পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, বিএনপি পন্থি আইনজীবী ও উপজেলা বিএনপির সদস্য এ্যাড আকরাম হোসেন, জাকির হোসেন টিপু সহ অন্তত ৭/৮জন আইনজীবী।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বিএনপির এই দুই শীর্ষ নেতার কথা তুলে ধরেন৷ সে অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে কি কি সংযুক্ত হতে পারে সে বিষয়ে তুলে ধরেন উপস্থিত আইনজীবীদের বক্তব্য তুলে ধরার আহবান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছবিগুলো প্রকাশ হওয়ার পর আলোচনার ঝড় উঠে সিংড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে। বিএনপি’র আন্দোলনের মধ্যে নেতাকর্মীদের আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে।
মতবিনিময় সভা শেষে বিএনপি নেতারা তাদের পরিবারসহ ভরি বুঝে অংশ নেন।
তবে তাদের ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু।
তিনি বলেন, সিংড়ার আইন-শৃঙ্খলা ও সৌজন্যতামূলক আলোচনার জন্য সিংড়ার আইনজীবীদের দাওয়াত দেওয়া হয় প্রতিমন্ত্রীর বাসভবনে। সেখানে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আলোচনা সভাটি যে আওয়ামী লীগের ইশতেহার বিষয়ে হচ্ছে তা আগে জানলে যেতাম না।
এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগরের মুঠোফোনে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ওই নাম্বারে ক্ষুদে বার্তা পাঠালেও তার উত্তর পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, গতকালকেই ছবি গুলো আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে তারা নেতৃত্ব স্থানে থেকে চলমান আন্দোলনে সম্পৃক্ত না হয়ে আওয়ামী লীগের মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সেখানে গেছে। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অতিসত্বর তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করব।
প্রসঙ্গত, রোববার (১২ নভেম্বর) রাতে সিংড়া উপজেলার আইনজীবী ও চিকিৎসকদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে সুপারিশ ও উপদেশ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০, নাটোর-৩, সিংড়া আসনের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারসমূহ পূরণ, মূল্যায়ন, পর্যালোচনা শীর্ষক ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য, আইসিটি প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন— সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
