
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামীলীঘ সরকার বিদেশে টাকা পাচারের কারনেই আজকে ডলারের দাম দ্বিগুণ হয়েছে। দিন দিন রির্জারভার নেমে আসছে। তেল, গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। দেশ আজ মহাসংকটের মধ্যে পড়েছে। দেশ শ্রিলংঙ্কা হতে আর বেশি সময় লাগবেনা।
আজ দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে গুরুদাসপুর পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে এই কথাগুলো বলেন তিনি।
দুলু বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে ডলারের দাম ছিল ৬০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ১১২ টাকা। বিদেশে টাকা পাচারের ফলেই এই মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।
গুরুদাসপুর পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ সুফি সাঈদ এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। এছাড়া জেলা বিএনপির’র সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।
