Home সংবাদ সারাদেশ আলোচিত সেই সাহেদ গ্রেফতার!

আলোচিত সেই সাহেদ গ্রেফতার!

401
0

বহুল আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান সারওয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সদর দফতরের মেজর রইসুল আজম মনি জানান, বুধবার ভোরে র‌্যাবের একটি বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্তে দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র জব্দ করা হয়।

তিনি আরও জানান, সাহেদকে সাতক্ষীরা থেকে র‌্যাবের আভিযানিক দলের সঙ্গে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। তাদের সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Previous articleএমপি বকুলের দুই গাড়ী চালককে মারপিট করেছে পুলিশ : উত্তেজনা
Next articleপানির তোড়ে ভেঙ্গে গেছে সিংড়া-তেমুক নওগাঁ সড়ক: যোগাযোগ বিচ্ছিন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here