Home শিরোনাম ইউএনও’র জীপ নিয়ে কলেজে যান স্ত্রী: জীপের চাপায় প্রাণ গেল সাংবাদিকের

ইউএনও’র জীপ নিয়ে কলেজে যান স্ত্রী: জীপের চাপায় প্রাণ গেল সাংবাদিকের

212
0
ইউএনও’র গাড়ি চাপা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সুখময় সরকার এর সরকারি জীপের চাপায় সোহেল আহমেদ জীবন (৩০) নামে স্থানীয় এক সংবাদ কর্মি নিহত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌর এলাকার সীমানা পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল আহমেদ জীবন বগুড়া থেকে প্রকাশিত দুরন্ত সংবাদের সিংড়া প্রতিনিধি এবং বন্দও উচ্চ বিদ্যালয় ও কলেজের তথ্য প্রযুক্তির শিক্ষক, পৌর এলাকার বালুয়া-বাসুয়া মহল্লার আব্দুল জলিলের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার সিংড়া প্রতিনিধি সোহেল আহমেদ জীবন সোমবার সকাল ১০টার দিকে সিংড়া শহর থেকে বন্দর এলাকায় যাচ্ছিলেন। এসময় সিংড়া উপজেলার নিংঙ্গইনের পৌরসভার সীমানা পিলার এলাকায় পার্শবর্তী নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার এর সরকারি জীপ চাপা দেয়। এতে দুমরে মুচরে যায় সাংবাদিক জীবনের মোটরসাইকেলটি। গুরুতর আহত হন সাংবাদিক জীবন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শ করে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। খবর পেয়ে নলডাঙ্গার ইউএনও সুখময় সরকার ও সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সাংবাদিক ও গোল-ই আফরোজ সরকারী কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষকরা জানান, নলডাঙ্গার ইউএনও’র স্ত্রী মানসী দত্ত মৌমিতা সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। প্রতিদিনই তিনি স্বামীর সরকারি জিপ ব্যবহার করে কর্মস্থলে আসতেন। মাঝে মাঝে গাড়ী পরিবর্তনও হতো। একজন ইউএনও’র স্ত্রী কোন ক্ষমতাবলে সরকারী গাড়ী ব্যবহার করেন তা তদন্ত করে দেখা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের এক শিক্ষক বলেন, শনিবার কলেজ খুললেও ঈদের ছুটির পর সোমবার প্রথম কলেজে আসেন ইউএনও’র স্ত্রী। এসময় তিনি সরকারী গাড়ীতেই কলেজে আসেন। পরে তাকে কলেজে নামিয়ে দিয়ে চালক পাম্পে তেল নিতে যায়। এরপর সেখানেই দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার তার সরকারী গাড়ী স্ত্রী ব্যবহারের বিষয়ে অস্বীকার করে বলেন, তার গাড়ী সিংড়া পাম্পে তেল নিতে এসেছিল।

এবিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আমি ছুটিতে বাহিরে রয়েছি। যতদুর শুনেছি ইউএনও’র গাড়ী তেল নিতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া সাংবাদিক জীবন ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।

Previous articleভোট না দেওয়ায় কৃষকের পাঁকা ধান কাটতে বাঁধা!
Next articleসাংবাদিক সোহেলের মৃত্যু: ৩সদস্যের তদন্ত কমিটি, মামলা করবে না পরিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here