
ইনডিপেনডেন্ট টেলিভিশন ছেড়েছেন খালেদ মহিউদ্দিন। নির্বাহী সম্পাদক হিসেবে আট বছরের পথ চলার সমাপ্তি ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০ মে পর্যন্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এরপরে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
ইনডিপেনডেন্ট টেলিভিশন ছাড়ার ঘোষণা এবং নতুন কর্মস্থল সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নোক্ত ঘোষণাটি লিখেন –
“বিদায় প্রিয়
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমার ভালোবাসা। আক্ষরিক অর্থেই এখানে কাজ করে আজকের বাংলাদেশ, এডিটরস পিক বা বাংলাদেশ জিজ্ঞাসা করে দর্শকদের যে সমাদর পেয়েছি, সহকর্মীদের যে সহযোগিতা , অতিথিরা যে উৎসাহ যুগিয়েছেন এর কোনোটিরই সঙ্গে তুলনা দিতে পারি এরকম কোন কিছু আমার জীবনে ঘটে নাই। তবে সব কিছুরই শেষ আছে, আছে পরিণতি।
আপাতত আমার প্রিয় প্রতিষ্ঠান থেকে বিরতি নিচ্ছি আমি। ২০ মে পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট টিভি এর নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছি আমি।
আর হয়ত একবার দুইবার টিভি পর্দায় আজকের বাংলাদেশে আসবো। জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলের বাংলা বিভাগ আমার নতুন কর্মস্থল হতে যাচ্ছে। নিচ্ছি বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব। থাকতে হবে বনে।
৮ বছরের এই পথচলায় আমার প্রধান সম্পাদক এবং বিনিয়োগকারীরা স্বজন এর মত আমার পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।”
