
নিজস্ব প্রতিবেদক:
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এই ঈদে অন্তত ২৭হাজার মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করছেন। ইতোমধ্যে অসহায়, দু:স্থ মানুষদের মাঝে সহায়তা বিতরণ শুরু করেছেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় ঈত উপলক্ষে সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পরে তিনি লালপুর উপজেলার ১০ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও প্রত্যেকটি ইউনিয়নের ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সহায়তা, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ প্রদান এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় প্রদান করবেন। যা ঈদের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলার মানুষ কেউ না খেয়ে থাকবে না। কেউ ঘর ছাড়া থাকবে না। আমার এই পিছিয়ে পড়া জনপদে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই নিজ অর্থায়নে এই সেবা প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। ঈদে অসহায় পরিবারগুলোকে সাধ্যমত সহযোগীতা করার জন্য সমাজের বিত্তশালীদের প্রতিও আহবান জানান তিনি।
