Home নাটোর সদর উত্তরা গণভবন আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারী বন্ধ

উত্তরা গণভবন আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারী বন্ধ

180
0
খুলছে উত্তরা গণভবন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার কারণে উত্তরা গণভবনে দুইদিন দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করেছে উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এ আদেশের আওতায় গণভবনে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

আদেশের বিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ফেব্রুয়ারি উত্তরা গণভবনে বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ২৬ ও ২৭ ফেব্রুয়ারি গণভবনে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকবে।

গণভবনের ব্যবস্থাপক আবুল বাশার জানান, ওই আয়োজনকে কেন্দ্র করে গণভবনকে বর্ণিলসাজে সাজানোর পাশাপাশি প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীসহ এর আশেপাশের জেলায় বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি চলছে।

চার দিনব্যাপী ওই অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় অতিথিরা রাজশাহীতে আসবেন ২৫ ফেব্রুয়ারি শুক্রবার।

২৭ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টায় ভারতীয় ওই প্রতিনিধিদল নাটোরের উত্তরা গণভবনে দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন সন্ধ্যা ৬টায় একই স্থানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন।

Previous articleলালপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ২
Next articleনাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ-সাধারণ সম্পাদক শাহীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here