
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্তসহ গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় নলডাঙ্গা পৌরসভা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহামারী করোনা ভাইরাস সংক্রামক রোধে রাষ্ট্র ঘোষিত ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিরোধীতা করাসহ ধর্মমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে তার অপসারন, গ্রেফতার ও বরখাস্ত চেয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুসফিকুর রহমান মুকু, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, মহিলা সদস্য আঞ্জুয়ারা পারভিন রত্না, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, পৌর আওয়ামীলীগ সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ মাহমুদ, সাধারন সম্পাদক নাসির উদ্দিন নয়ন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ একজন জনপ্রতিনিধি হয়ে সরকারী নির্দেশনা উপেক্ষা করেছে। এছাড়া তিনি সরকারের মন্ত্রীকে নিয়ে কুটক্তি করেছে। এই কারনে তার চেয়ারম্যান পদে থাকার যোগ্যতা হারিয়েছে। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী কাজ করায় তাকে গ্রেফতারের দাবী জানানো হয়।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, আমি কোন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলিনি, ষড়যন্ত্রও করিনি। রাষ্ট্র বিরোধি কোন মতামতও দেইনি। সন্ত্রাসীদের বাাঁচানোর জন্যই আমার বিরেুদ্ধে এই মানববন্ধন। তাছাড়া আমি কোন দাগী আসামীও নই, যে আমাকে গ্রেফতারের দাবী জানানো হবে। এই সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
