Home জেলা সংবাদ ঋণের বোঝা: নিজের গলাকেটে মোবাইল ফোন ব্যবসায়ীর আত্মহত্যা

ঋণের বোঝা: নিজের গলাকেটে মোবাইল ফোন ব্যবসায়ীর আত্মহত্যা

195
0
ঋণের বোঝা

নিজস্ব প্রতিবেদক:
ঋণের বোঝা বইতে না পেরে নাটোরের বনপাড়ার কালিকাপুরে নিজের গলাকেটে আত্মহত্যা করেছে শরিফুল ইসলাম সোহেল নামে এক মোবাইল ফোন ব্যবসায়ী।

আজ সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, বনপাড়া বাজারের মোবাইল ফোন ব্যাবসায়ী সোহেল আজ সকাল ১০টার দিকে বনপাড়ার কালিকাপুর নিজ বাড়িতে সকলের অজান্তে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

সময় পরিবারের লোকজন টের পেলে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পারার কারনে নিজের গলাকেটে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেন ওসি। নিহত সোহেল বনপাড়া পৌর শহরের কালিকাপুরের মোহাম্মদ উল্ল্যাহ এর ছেলে।

Previous articleনাটোরে শিক্ষককে মারপিটে ইউপি চেয়ারম্যান গ্রেফতার: পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়ন
Next articleবড়াইগ্রামে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here