
জাহিদ হাসান, বড়াইগ্রাম:
কড়া নাড়ছে পৌরসভা নির্বাচন। আসন্ন বড়াইগ্রাম পৌরসভা পৌর নির্বাচনে মেয়র পদে জেলা আওয়ামী লীগের সদস্য, সমাজসেবক মাজেদুল বাড়ি নয়নকে একক প্রার্থী হিসেবে দেখতে চান নেতাকর্মীসহ সর্বস্তরের জনগন।
পৌরনির্বাচনে জনপ্রিয়তার শির্ষে থাকা মাজেদুল বাড়ি নয়ন প্রচারণার অংশ হিসেবে তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা। মেয়র প্রার্থী মাজেদুল বাড়ি নয়নকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পৌরসভার ভোটারসহ জনসাধারণ।
বিশেষ করে বড়াইগ্রাম পৌরসভার তরুণ ভোটাররা এ নেতাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত।
জানা গেছে, নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। সেই সাথে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন বড়াইগ্রাম পৌরনির্বাচনে মেয়র পদের জন্য ভোট চাইছেন এলাকা ঘুরে।
জানা যায়, এখনও ভোটের প্রায় ৪ মাস বাঁকি, এরই মধ্যে সকল প্রচারণায় শতস্ফুর্তভাবে অংশ নিচ্ছে স্থানীয় ভোটাররা। বিশেষ করে তরুনদের অংশগ্রহন চোখে পড়ার মতোই। সেই সাথে বড়াইগ্রাম পৌরসভার সকল প্রবীন-নবীন আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাজেদুল বাড়ি নয়নের জন্য ভোটযুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তরুন এই নেতার বিজয়ের জন্য। এখন থেকেই পুরোপুরি নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে মাঝরাত পর্যন্ত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের কাছে ছুটে যাচ্ছেন সাহায্য সহযোগীতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আ’লীগের এই নেতা।
বড়াইগ্রাম পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর জানান, পৌরসভার সবার কাছে মাজেদুল বাড়ি নয়ন একজন জনপ্রিয় ব্যাক্তি। তৃণমূলের কর্মীদের কাছে তিনিই সবচেয়ে জনপ্রিয়। এবং আসন্ন পৌরনির্বাচনে মাজেদুল বাড়ি নয়ন ই জয়লাভ করবেন বলে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেন ওই নেতা।
মেয়র প্রার্থী মাজেদুল বাড়ি নয়ন বলেন, সবসময় জনগনকেই ভালবেসে এসেছি,তাদের সবকিছুতেই নিজেকে উৎসর্গ করেছি।করোনা ভাইরাসের প্রভাবে দেশের ক্রান্তিলগ্নে বড়াইগ্রাম পৌরসভায় ৯৫০ পরিবারকে খাদ্য সহযোগিতা প্রদান করেছি , স্যানিটাইজার সহ সহ নগদ অর্থ বিতরণ করেছি, আমার জন্মই জনগনের সেবা করার জন্য, বড়াইগ্রাম পৌরসভার প্রিয় জনগনকে সাথে নিয়েই এই এলাকার ভোটারদের সহযোগিতায় বিজয় উপহার দিতে চাই
তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচনে বড়াইগ্রাম পৌরবাসী বিপুল ভোটে আমাকে মেয়র পদে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন আ’লীগের এই তরুণ নেতা।
