Home জেলা সংবাদ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান-সেনা প্রধান

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান-সেনা প্রধান

450
0

নিজস্ব প্রতিবেদক
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহবান জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা রয়েছে।এ ধারা অব্যাহত রাখতে হবে।

সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্যেশ্যে ভাষনে এসব কথা বলেন।

এর আগে সেনা প্রধান কাদিরাবাদ সেনা নিবাসের প্যারেড গ্রান্ডে এসে পৌছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম ,কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম সহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তাকে ৭ম কর্নেল কমান্ডেন্ট হিসাবে ব্যাজ পরিয়ে দেয়া হয়।

Previous articleঅন্তরঙ্গ ছবির সেই নারীকে নিজের স্ত্রী দাবী করলেন যুবলীগ নেতা কামরান
Next articleবাগাতিপাড়ায় মাদক সেবনরত অবস্থায় ৩ স্কুল শিক্ষক আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here