Home শিরোনাম ওমিক্রণের মধ্যম ঝুঁকিতে ‘নাটোর’

ওমিক্রণের মধ্যম ঝুঁকিতে ‘নাটোর’

196
0
নাটোর মানচিত্র

নিজস্ব প্রতিবেদক:
করোনার তৃতীয় ঢেউয়ে ইয়োলো জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছেন উত্তরের জেলা নাটোর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এমন ঘোষনা দেয়।

মধ্যম ঝুঁকি ঘোষণা করলেও মাস্ক পড়া বা স্বাস্থ্যবিধির বালাই নেই নাটোরে। নাটোর করোনার ঝুঁকির মধ্যেও প্রতিদিনই নাটোর সদর হাসপাতালে বাড়ছে করোনা রোগির সংখ্যা। গত এক সপ্তাহে অন্তত ৬জন করোনা আক্রান্ত রোগি ভর্তি হয়েছেন।

এদিকে তৃতীয় ঢেউ মোকাবেলায় এই জেলায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। নাটোর সদর হাসপাতালে প্রস্তুতি করা হয়েছে ২০টি বেড। এছাড়া ইয়োলো এবং রেড জোন আলাদা করা হয়েছে। জরুরী অক্সিজেন সরবরাহের জন্য ২০০টি সিলিন্ডার প্রস্তুত করা হয়েছে বলে জানান সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়।

Previous articleতীব্র ঘনকুয়াশা: নাটোরে ত্রি-মুখি সংঘর্ষে ২ জন নিহত
Next articleবড়াইগ্রামে নিষেধাজ্ঞা জমিতে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here