Home বিবিধ ওসি মোয়াজ্জেমের বিষয়ে হিলি সীমান্তে সতর্কতা জারি

ওসি মোয়াজ্জেমের বিষয়ে হিলি সীমান্তে সতর্কতা জারি

397
0

হিলি প্রতিবেদক:
ফেনীর সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ ও বিজিবি। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেন।

ওসি ফিরোজ কবির জানান, ‘ওসি মোয়াজ্জেম হোসেন যেন কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে এ সংক্রান্ত একটি নির্দেশনা আমাদের প্রধান দফতর থেকে ইতোমধ্যে আমরা পেয়েছি। ইতোমধ্যে আমরা তার নাম ব্লক করে দিয়েছি। সে কোনোভাবেই এই পথ দিয়ে ভারতে যেতে পারবে না। সেই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতরত সব ধরনের পাসপোর্ট যাত্রীদের ছবি ওয়ান্টেডভুক্ত তালিকার সঙ্গে মিলিয়ে নিয়ে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদের আসা-যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।’

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া জানান, ‘আমরা সীমান্তে সবসময় সতর্কাবস্থায় থাকি। এরপরও কোনও অপরাধী যেন সীমান্ত অতিক্রম করে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে, এমনকি ভারত থেকে বাংলাদেশে না আসতে পারে এজন্য আমরা সীমান্তে টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় চলাচলরত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য গ্রহণের ঘটনা ভিডিও ধারণ ও তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Previous articleওসি মোয়াজ্জেম ঢাকায়, পুলিশ বলেই এত ছাড় ?
Next articleমুজিব বর্ষে ৩ হাজার বেকার যুবককে দক্ষ ইলেকট্রিশিয়ান বানাবো হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here