Home নাটোর সদর কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান

কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান

52
0
সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে নাটোরের সাবেক খেলোয়াড়রা। শনিবার দুপুরে স্থানীয় উত্তরা মটেলে নাটোরের সাবেক খেলোয়াড়রা এই সংবর্ধনার আয়োজন করে।

জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলক, উত্তরা মটেলের পরিচালক নাছিমা আক্তার বানু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফরহাদ হোসেন। এসময় জেলার সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার এর সেরা ৫০গল্প নিয়ে কলকাতায় প্রকাশিত গল্পগ্রন্থ সেরা ৫০গল্প প্রকাশিত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার শুধু দেশের গর্ব নয়, তিনি নাটোরেও গর্ব। তার লেখা লেখিতে সাহিত্য অংঙ্গণ সমৃদ্ধ হচ্ছে। সে সাথে নাটোরের সুনাম ছড়িয়ে পড়ছে। মফস্বল শহর থেকে লেখা লেখি করে বাংলা একাডেমি, জেমকন এর মতো দেশি বিদেশী পুরস্কার অর্জন করেছেন। আগামী দিনে তার লেখনির মাধ্যমে সাহিত্য অংঙ্গন আরও সমৃদ্ধ হবে।

Previous article১৭ভোটে এগিয়ে কলমের চেয়ারম্যান প্রার্থী নাসির
Next articleনাটোরে বিএনপির আফতাব’ কে গুলি (ভিডিও সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here