
কবিতার কাছে নিয়েছি লম্বা ছুটি
দু’হাতে এখন অবারিত অবসর,
বাইরে যাবার তাগিদ এসেছে মনে
ছেড়েছি তাই অলস আয়েসী ঘর।
নেমেছি পথে প্রান্তরে খোলা মাঠে,
পাড় হয়ে নদী হাওরবাওর খাল –
যাচ্ছি এবার হিজলতলীর হাটে।
যে হাটে অবাধে শান্তি কেনা যায়,
আয়নাবাজির আয়নায় যেথা –
নিজেকে চেনা যায়।
টাকা দিয়ে যায়না পাওয়া যাহা,
হাটের দোকানে দু’হাত মেলে
চাইলেই পাবে তাহা।
হিজলতলীর হাটে কেহ সাম্প্রদায়িক নয়,
মানুষ এখানে মানুষ ভালোবেসে –
হিংসা ফেলে গায় সাম্যের জয়।
কিছুদিন হেথা শুনে সাম্যের গান,
সবার সাথে হাসি ও খেলায় –
সবুজে ভড়াবো প্রাণ।
এখানে আসতে তোমারও নেই মানা,
কবিতা তুমিও আসতে পারো –
মেলে মুক্তির ডানা।
