
নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে আর্থিক সংকটে পড়া নাটোর জেলার ১৯৯ জন সাংস্কৃতিক কর্মিদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
দুপুরে নিজ সম্মেলন কক্ষে প্রত্যেক সাংস্কৃতিক কর্মিকে ১০ হাজার টাকা করে ১৯ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ।
এর ফলে নাটোর জেলার অস্বচ্ছল সঙ্গিত শিল্পী,নাট্য শিল্পী,যাত্রা শিল্পী ও কলাকুশলীরা স্বস্তি প্রকাশ করেছেন।
এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
