Home বিবিধ করোনা আক্রান্ত সন্দেহে চীন থেকে আসা বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

করোনা আক্রান্ত সন্দেহে চীন থেকে আসা বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

329
0

চীন থেকে আসা এক বাংলাদেশি নাগরিককে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চীন থেকে আসা এই যাত্রীর অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) ধরা পড়ে বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে। এরপর তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ায় সাজ্জাদ বলেন, করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় চীন থেকে আসা এক বাংলাদেশিকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

Previous articleপূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে হামলা-লুটপাটের অভিযোগ
Next articleপাঁচ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here