Home শিরোনাম করোনা আক্রান্ত সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার লিটন

করোনা আক্রান্ত সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার লিটন

945
0
সাংবাদিকের চিকিৎসার খরচ

নিজস্ব প্রতিবেদক:
করোনায় অক্রান্ত নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভি এবং সমকালের সাংবাদিক মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলুর চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। প্রবীণ এই সাংবাদিকের সুস্থতার জন্য সকল সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপ করে করোনা আক্রান্ত সাংবাদিক নবিউর রহমান পিপলুর সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় পুলিশ সুপার নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আমিনুল ইসলামের সাথে ফোনে কথা বললে করোনার জন্য ব্যবহৃত উচ্চতর চিকিৎসার জন্য ইনজেকশন এবং ওষধ প্রয়োজন। যা ক্রয় করতে লাগবে ১৮হাজার টাকা।

তাৎক্ষনিক পুলিশ সুপার ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ কর্মকর্তার সাথে কথা বলে পুরো চিকিৎসার জন্য ২৯টি ইনজেকশন ও ৭০টি ওষুধ ক্রয় খরচ বাবদ নগদ ১৮ হাজার টাকা প্রদান করেন। এছাড়া পরবর্তীতে যে কোন ধরনের চিকিৎসার জন্য যা প্রয়োজন তা আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার করোনায় পজিটিভ রিপোর্ট আসে প্রবীণ সাংবাদিক, একুশে টিভি ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন।

ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, করোনায় আক্রান্ত সাংবাদিকের চিকিৎসার খরচ বহন করে পুলিশ সুপার মহোদয় মহানুভবতার পরিচয় দিয়েছেন। তার কাছে ইউনাইটেড প্রেসক্লাব সহ সকল সাংবাদিক ঋণী।

Previous articleবড়াইগ্রামে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্তকরণ
Next articleনলডাঙ্গায় প্রতিবন্ধী দুই শিক্ষার্থীকে অর্থসহায়তা দিলো রিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here