Home জেলা সংবাদ করোনা উপসর্গ নিয়ে নাটোরে গৃহবধুর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নাটোরে গৃহবধুর মৃত্যু

240
0
করোনা ভাইরাস

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা উপসর্গ নিয়ে রুমা (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়। মৃত গৃহবধু বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।

হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রুমা বেগমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে আনা হয়। তার গায়ে জ্বর, শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি ডায়াবেটিকসে আক্রান্ত ছিলেন। ইমারজেন্সির কর্তব্যরত চিকিৎসক এ অবস্থা দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনরা রাজশাহী নিয়ে যেতে অপরাগতা প্রকাশ করে। এ অবস্থায় রুমা বেগমকে নাটোর হাসপাতালের করোনা আইসলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়।

নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জুর রহমান বলেন, রোগীকে অক্সিজেন,নেবুলাইজার সহ অন্যান্য চিকিৎসা দেওয়া অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, রুমা বেগমের করোনা হয়েছিল কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তবে রোগীর স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

Previous articleনৌকা তৈরীর ধুম!
Next articleকমিশনের নামে লিচু চাষীদের গলা কাটছে আড়ৎ মালিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here