
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহীতে আজ (২৭ আগস্ট ২০২০) সকাল ১১টায় দেড় ঘন্টাব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে জুম প্লাট ফরমের মাধ্যমে উন্নয়ন সংগঠন লাইট হাউজের আয়োজনে দাতা সংস্থা ইউএসএইড, ইউকেএইড এর আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় কোভিড-১৯ অ্যাডভোকেসি অ্যান্ড রেসপন্স কর্মসূচীর আওতায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সরকারি সেবা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌছানোর লক্ষ্যে এবং সরকারি সেবায়, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ নিশ্চিত করণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের মাঠ প্রশাসন, নাগরিক সমাজ ও অংশীজনকে যুক্ত করার মাধ্যমে কভিড-১৯ মোকাবেলায় ও সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করার দাবি জানানো হয়।
সেই সাথে কেন্দ্রীয় সরকারের দেয়া প্রনোদনা স্থানীয় সরকার কর্তৃক প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা হিজরা/তৃতীয় লিঙ্গের মানুষ, পেশাদার যৌনকর্মী, দালিত, আধিবাসীরা সেবা প্রাপ্তিতে যাতে অগ্রাধিকার পায় তার জন্য গণমাধ্যমে মধ্যদিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তাদের পক্ষে কথা বলেন দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনা এবং আলোর মিছিল নারী কল্যাণ সোসাইটির সভাপতি সুইটি।
সংবাদ সম্মেলনে লাইট হাউজ প্রধান নির্বাহী মো. হারুন অর রশিদ মূল বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য উপস্খাপন করেন এবং সঞ্চালনা করেন। দাতা সংস্থা ইউএসএইড এর সিভিল সোসাইটি অ্যাডভাইজার সুমনা বিনতে মাসুদ এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ডেপুটি চীফ অব পার্টি সাহিদ হোসাইন, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সুলতান চাঁদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমের পক্ষে বক্তব্য রাখেন সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বাসসের সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, এসএ টিভির বুরো চীফ জিয়াউল গনি সেলিম, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার আদিত্য চৌধুরী, বাংলানিউজের সিনিয়র রিপোর্টার শরীফ সুমন, ৭১ টিভির ব্যুরো চীফ রাশিদুল হক রুশো প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা, সামাজিক নিরাপত্তা বেস্টনীর জন্য করণীয়, স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতা উত্তরণের উপায়, করোনা ভাইরাস পরীক্ষায় ফি গরীবের জন্য বাধা কীনা, স্থানীয় সরকার, গণমাধ্যম এবং নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
