
নিজস্ব প্রতিবেদক,
বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কলেজ ছাত্রী তামান্না টিয়াকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ।দুপুরে নলডাঙ্গা উপজেলার পীরগাছা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ ও পরে মানববন্ধন করে আন্দোলনকারীরা।
এসময় নিহতের বাবা আব্দুর রশিদ সহ পরিবারের সদস্য ও অন্যান্যরা বক্তব্য রাখেন।তারা অবিলম্বে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের ভাগিনা শান্তকে গ্রেফতারের দাবি জানান।গত শুক্রবার রাতে রাজশাহীর বাগমারা থানার সমসপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তামান্নাকে তুলে নিয়ে যায় পার্শবর্তী পুঠিয়া থানার শীলমারিয়া ইউপি চেয়ারম্যানের ভাগিনা শান্ত। পরদিন নাটোরের নলডাঙ্গা থানার পীরগাছা এলাকার আম বাগান থেকে তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ।
