Home বিবিধ কেরানীগঞ্জের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৮

কেরানীগঞ্জের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৮

252
0

কেরানীগঞ্জের চোনকুটিয়াতে প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

নিহতরা হলেন- আলম, ইমরান, সুজন, সালাউদ্দিন, বাবলু, রায়হান, খালেক, জিনারুল ইসলাম

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক তাহমিনা সাত্তার।
আহতদের দেখতে হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

এদিকে, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম প্যাক প্লাস্টিক নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ অবস্থায় ৩১ জনকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যার পর ঢামেকে রোগীদের দেখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কারখানাটির কোনো অনুমোদন ছিল না। ঢামেকে রোগী দেখতে আসার আগে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

Previous articleখালেদার জামিন শুনানিকে ঘিরে সুপ্রিম কোর্টে বাড়তি নিরাপত্তা
Next articleনাটোরে সরকারী গাড়ী চালক সমিতির কমিটি গঠন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here