
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে একটি ছাত্রী নিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরনে এনএস সরকারী কলেজের তিন ছাত্রী দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ হওয়া সবাই এনএস কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বৃহস্পতিবার সকালে নাটোর শহরের বড়গাছা এলাকার জোতি ছাত্রী নিবাসে এনএস সরকারী কলেজের তিন ছাত্রী রান্না করছিল। এসময় কেরোসিনের স্টোভ বিস্ফোরণ হয়। এতে মুহুর্তের মধ্যে ওই তিন ছাত্রী দগ্ধ হয়। পরে স্থানীয়রা আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে সানজিদা ইয়াসমিন এবং শামিমা ইয়াসমিন নামের দুইজন ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছড়া ফাতেমাতুজ্জোহরা নামের অপর এক ছাত্রীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো দুই ছাত্রীর শরীরের ৬০থেকে ৬৫শতাংশ পুড়ে গেছে বলে জানান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন।
ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন:
চিন্তা ও বিবেকের দুর্নীতিই সবচেয়ে বড় দুর্নীতি
