Home সাহিত্য ও সংস্কৃতি `কোথা থেকে বিলাস আসে? বুলবুল আহমেদ’র কবিতা

`কোথা থেকে বিলাস আসে? বুলবুল আহমেদ’র কবিতা

512
0

ভাবতে ভালই লাগে তুমি মহান।
কত কীর্তি তোমার ক্ষেত্রে নানান।
কত লোকে ভয় করে তোমার নামে।
কতজনে শ্রদ্ধায় মাথা নতশিরে নমে!

কত গুণ তোমার হে যোদ্ধা সেনা।
খোলা অস্ত্রে চলো টান করে সিনা।
পদে-মর্যদায় অনেকের চেয়ে বড়,
কত মহত্বে তুমি গ্রামে বাস করো!

চাঁদাবাজ যে আজ সে তোমার দলে?
তুমি নাকি সে দুয়ের কে বদলালে?
লোকে নাক সিটকায় আর কাঁশে!
এত বিলাস কোথা থেকে আসে?

বিজ্ঞাপন:

Previous articleঅমানবিক: গাভীকে বিষ খাইয়ে হত্যা
Next articleউপার্জনের একমাত্র ব্যক্তি শয্যাশায়ী: উচ্চ শিক্ষার পথ কি বন্ধ হবে লায়লার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here