
ভাবতে ভালই লাগে তুমি মহান।
কত কীর্তি তোমার ক্ষেত্রে নানান।
কত লোকে ভয় করে তোমার নামে।
কতজনে শ্রদ্ধায় মাথা নতশিরে নমে!
কত গুণ তোমার হে যোদ্ধা সেনা।
খোলা অস্ত্রে চলো টান করে সিনা।
পদে-মর্যদায় অনেকের চেয়ে বড়,
কত মহত্বে তুমি গ্রামে বাস করো!
চাঁদাবাজ যে আজ সে তোমার দলে?
তুমি নাকি সে দুয়ের কে বদলালে?
লোকে নাক সিটকায় আর কাঁশে!
এত বিলাস কোথা থেকে আসে?
বিজ্ঞাপন:
