
গুরুদাসপুর প্রতিবেদক:
মধ্যবিত্ত পরিবার। একবেলা ভাল খেলেও আরেক বেলা জোটে খারাপ খাবার। কথায় আছে দশের লাঠি একের বোঝা। তাই মধ্যবিত্ত ২২ জন পরিবার নিয়ে গঠন করেছেন খাই খাই সমিতি। সমিতির নামকরন করা হয়েছে “আইনুল ভাইয়ের খাই খাই সমিতি” সমিতির ¯েøাগান দিয়েছেন “দাও টাকা খাও গোস্ত”। ২২ জন সদস্য নিয়ে সমিতি গঠন করা হয়েছে। সমিতিটি অবস্থিত নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈড় মোল্লা পাড়া মহল্লায়।
সমিতির উদ্যোক্তা মো.আইনুল মোল্লা বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। একবারে একটা করে গরু কোরবানী দেওয়া সম্ভব নয়। আমাদের এই সমিতির মাধ্যমে সপ্তাহে দু-দিন করে ২০০ টাকা করে জমা নেই। সেই টাকা দিয়ে পবিত্র ঈদ-উল ফিতরে গরু কিনে ২২ জন ভাগ করে নেই। এবং কোরবানীর ঈদেও ২২ জনের জমানো টাকা দিয়ে আমরা গরু কিনে কোরবানী দেই। প্রতি মাসে আমাদের প্রত্যেক সদস্যদের ৮০০ টাকা করে জমা হয়। কেউ বা আবার একাই দুই ভাগ নেয়। প্রতিমাসে আমাদের মোট ২১ হাজার ৬০০ টাকা জমে। এক বছরে মোট জমে ২ লক্ষ ৫৯ হাজার ২০০ টাকা। সমিতিটি করে আমারা অনেক উপকৃত হয়েছি। সমিতিরি মাধ্যমে আমরা দুই ঈদে পরিবার নিয়ে আনন্দে কোরবানী দিতে পারি।
গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো.মাজেম আলী বলেন, তাদের এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। ব্যাক্তিগত ভাবে কেউ না পারলেউ সমিতির মাধ্যমে তারা কোরবানী দিতে পারছে। আমার মনে হয় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো মিলিত হয়ে এ সকল কাজ করলে সমাজের চিত্রটাও অনেক বদলে যাবে।#
