
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাশিকাপ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদ আনন্দকে স্মৃতি হিসবে ধরে রাখতে বুধবার সন্ধা ৭ টার দিকে জামনগর ইউনিয়নের কৈইপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানিয়রা এ খেলার আয়োজন করে। উৎসবমূখর পরিবেশে স্থানীয় বিপুল সংখ্যক দর্শক এ ফুটবল খেলা উপভোগ করেন।
খেলায় দক্ষিণপাড়া একাদশকে ৪-১ গোলে পরাজিত করে মাঝপাড়া ফুটবল একাদশ দল বিজয়ী হন। পরে বিজয়ী দলের পাওয়া পুরস্কার খাসি কেটে ভুড়ি ভোজের আয়োজন করা হয়। খেলায় ইঞ্জিনিয়ার সাইমুম ইসলামের সভাপত্বিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আসকান আলী মাস্টার, মোস্তফা কামাল ,ফিরোজ আলী,মমিন উদ্দীন,তুষার আলী, পুলিশ সদস্য রাজিব হোসেন, সাইফুল ইসলাম মাস্টার,আজাদ আলী,জীবন চৌধুরী, ভুট্টু সহ এলাকাবাসী।
মাঠে ফুটবল খেলাটি পরিচালনা করেন মহসিন আলী এবং ধারা বিবরনীতে ছিলেন এস.এম.শফিকুল ইসলাম।
