Home কৃষি গাছের সাথে এ কেমন শত্রুতা!

গাছের সাথে এ কেমন শত্রুতা!

342
0

নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ১২০টি বাউকুলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে কোন এক সময় উপজেরার বাওড়া মাঠে রুবেল হোসেন নামের ওই কৃষকের ১২০টি বাউকুল জাতের গাছ কর্তন করা হয়। রুবেল হোসেন উপজেলার ইসলামপুর গ্রামের রুস্তুম আলীর ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল হোসেন জানান, এক বছর আগে বাওড়া গ্রামের মাঠে এক বিঘা জমিতে বাউকুল ও আপেল কুল জাতের বরই বাগান করেন তিনি। এবছর গাছ গুলোতে প্রচুর পরিমানে ফুল ও গুটি দেখা দেয়। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা গতরাতে বাগানের ১২০টি গাছ কর্তন করে। সকালে খবর পাওয়ার পর জমিতে গাছগুলো কর্তন অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ঘটনায় লালপুর থানায় একটি জিডি করা হয়েছে।

Previous articleফেনসিডিল রাখার দায়ে তরুণের ৭ বছর কারাদন্ড
Next articleকলেজ ছাত্র হত্যা মামলা আসামীর আত্মহত্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here